কুমিল্লায় আখের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আখের বাম্পার ফলন হয়েছে এ বছর। বাজারে ব্যাপক চাহিদা থাকায় দামও পাচ্ছেন চাষীরা। আখ চাষে উৎপাদন ব্যায় উঠিয়ে আরো দুই-তিনগুণ লাভ হওয়ায় চাষীদের মুখে হাঁসি ফুঠে উঠেছে। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে আখ যাওয়ায় আখ চাষে আগ্রহী হয়ে উঠছে এখানকার কৃষকরা। ফলে আগামী মৌসুমে আরও বেশি আখ চাষ হতে পারে এ উপজেলায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গোমতী নদীর পাড় ঘেঁষে উপজেলার চরবাকর-ভিরাল্লার আখের মাঠে ভিন্ন এক পরিবেশ বিরাজ করছে। বিকাল হলেই পরিবার-পরিজন নিয়ে মানুষের ঢল নামে নদীর কোল ঘেঁষে চাষ হওয়া ওই আখের মাঠে। আখের মাঠে ছবি তোলা এবং জমি থেকে আখ কেটে খাওয়ার সাথে ঘুরাঘুরিতে ভিন্নধর্মী আনন্দের সৃষ্টি হচ্ছে। কষ্ট এবং ঘামের বিনিময়ে চাষ হওয়া আখের জমিতে উৎসুক মানুষের উপস্থিতিতে কৃষকদের মাঝেও আনন্দ ফুটে উঠছে। পাশাপাশি
আরও পড়ুন: আগাম সবজি চাষে চরাঞ্চলে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
কৃষকরা এখন খুব ব্যস্ত সময় পাড় করতে দেখা যায়। তারা একদিকে আখ কাটা ও অন্যদিকে নতুন বীজতলা তৈরি এবং চারা রোপণ করে ব্যস্ত সময় পাড় করছে।
দেবিদ্বার উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩৫ হেক্টর জমিতে রং বিলাশ, শংকর, ২০৮ ও সিও-২০৮ জাতের আখ চাষ হয়েছে। কৃষকরা আখকে লাভজনক ফসল হিসেবে দেখছেন। উপজেলার বড়আলমপুর, বারেরাচর, ভিরাল্লা, চরবাকর, বারুর, রাজামেহার, এলাহাবাদ ও ধামতী সহ বিভিন্ন এলাকায় ব্যাপক আখ চাষ হয়েছে। উপজেলার ভিরাল্লা গ্রামের আখ চাষী জামাল খান বলেন, আখ চাষ খুবই লাভজনক হওয়ায় গত ছয় বছর ধরে আমি আখ চাষ করে আসছি। এ বছর আবহাওয়া ভালো থাকায় অনেক ভালো ফলন হয়েছে। প্রতি বিঘায় আমরা প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকা বিক্রি করতে পারছি। আমাদের ব্যয় হয়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। এই আখ চাষের পাশাপাশি আমরা আলু, মরিচ, মূলা চাষ করতে পারি। আখের সাথে অন্য ফসল চাষ করতে পাড়ায় এবং বেশি লাভভান হওয়ায় কৃষকরা আগ্রহী হয়ে উঠছে এ বিষয়ে দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় বলেন, এ বছর দেবিদ্বারে আখ চাষে কৃষকরা আশানুরূপ ফলন পেয়েছেন। একই সঙ্গে বাজারে ভালো দামও পাচ্ছেন তারা। আখ একটি লাভজনক ফসল, যা থেকে কৃষকরা যেমন ভালো আয় করছেন, তেমনি অনেকে ধান ও সবজির পাশাপাশি আন্তঃফসল হিসেবেও এটি চাষ করছেন। আমরা কৃষকদের আধুনিক প্রযুক্তি ও পরামর্শ দিয়ে সহায়তা করছি। আগামী মৌসুমে আরও বেশি জমিতে আখ চাষ হতে পারে।
আরও পড়ুন: জীবননগরে আমন ও রবি মৌসুমে সারের তীব্র সংকট, বিপাকে কৃষক