পল্টনে সাব্বির টাওয়ারের লাগা আগুন নিয়ন্ত্রণে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ন, ০৪ মে ২০২৫ | আপডেট: ৩:০১ পূর্বাহ্ন, ০৪ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্টনে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা করে রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন নিশ্চিত করেন।

আরও পড়ুন: সরকারকে সন্ধ্যা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আল্টিমেটাম

তিনি জানান, সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

এদিন রাত ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। 

আরও পড়ুন: ফুটকোর্ট স্থাপনে ডিএনসিসির ৬ সদস্যের কমিটি গঠন