রাজধানীর আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:১১ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর দুই ব্যস্ত এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যক্রমে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের সামনে মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের খুব কাছেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: টঙ্গী মাঠে তাবলীগের জোড় ও বিশ্ব ইজতেমায় সরকারের নিষেধাজ্ঞা

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, হঠাৎ করে ককটেল বিস্ফোরিত হয়। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা মুহূর্তেই স্থান ত্যাগ করে। ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

রাত ১১টা ১০ মিনিটের দিকে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বিমানবন্দর রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে।

আরও পড়ুন: শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামানের ডিগবাজি, জামাই–বউয়ের যৌথ চাঁদাবাজি

বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই মাসুদ পারভেজ জানান, প্ল্যাটফর্মে থাকা অবস্থায় দুর্বৃত্তরা আকস্মিক বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি। প্রয়োজনীয় তদন্তে রেলওয়ে পুলিশ কাজ করছে।

পুলিশ বলছে, দুই স্থানে বিস্ফোরণের ধরন একই হওয়ায় ঘটনার পেছনে একই গ্রুপ জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।