সৌদি আরব থেকে আউট পাস যাত্রীদের ব্যাগেজে চুরির অভিযোগ, ঢাকায় ক্ষোভ
সৌদি আরব থেকে আউট পাস নিয়ে দেশে ফেরা ৭৮ জন বাংলাদেশি নাগরিকের ব্যাগেজ থেকে মালামাল চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৪ নভেম্বর দেশে পৌঁছানো এসব যাত্রী ইথিওপিয়ান এয়ারলাইন্সের ET-618 ফ্লাইটে সৌদি আরবের বিভিন্ন আটক কেন্দ্র থেকে আদ্দিস আবাবা হয়ে ঢাকায় আসেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী–১ নম্বর বেল্ট এলাকায় ব্যাগেজ সংগ্রহের সময় যাত্রীরা দেখতে পান—অধিকাংশ ব্যাগেজ কাটা, ছেঁড়া এবং ভেতরের অনেক মালামাল নেই। এতে ক্ষুব্ধ যাত্রীরা ভিডিও রেকর্ডিং করেন এবং উপস্থিত এয়ারলাইন্স স্টাফদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।
আরও পড়ুন: মতিঝিলে ওএমএস পণ্য কালোবাজারির সময় ডিলারসহ দুজন আটক
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, অতীতেও আউট পাস যাত্রীদের ব্যাগেজে মালামাল হারানোর ঘটনা ঘটেছে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে বহুবার অবহিত করা হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তাদের ভাষ্যমতে, সৌদি ইমিগ্রেশন আউট পাসপ্রাপ্ত যাত্রীদের ব্যাগেজ আলাদাভাবে নয়, বরং গড়ে মাথাপিছু ১৫ কেজি হিসেবে একত্রে বুকিং করে পাঠায়। ফলে নির্দিষ্ট ব্যক্তির মালামাল আলাদা করে নিশ্চিত করা সম্ভব হয় না। তাছাড়া সৌদি ইমিগ্রেশন পুলিশ অনেক মালামাল জব্দ করে, যার তালিকাও এয়ারলাইন্সের কাছে প্রদান করা হয় না।
অন্যদিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে লাগেজ হ্যান্ডলিং এলাকাগুলো সিসিটিভির আওতায় থাকায় বিমানবন্দরের ভেতরে চুরির ঘটনা প্রায় নেই বললেই চলে। অধিকাংশ ক্ষেত্রে এসব চুরি সৌদি আরবেই ঘটে থাকে বলে তারা মন্তব্য করেন।
আরও পড়ুন: রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন
যাত্রীরা জানান, আটক অবস্থায় তাদের মালামাল এজেন্সি বা সংশ্লিষ্ট ব্যক্তিরা খুলে নেওয়ার সুযোগ পেয়ে থাকেন। ফলে দেশে এসে ব্যাগেজ খালি বা কাটা অবস্থায় পাওয়াটা নতুন নয়। ভুক্তভোগীরা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয়ের দাবি জানিয়েছেন।





