গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫৫ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের একটি গোডাউনে শুক্রবার আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল থেকে কাজ করা ৯টি ইউনিটের মাধ্যমে বিকেল ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন: গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারিত হয়নি। এছাড়া, আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকরী পদক্ষেপের কারণে আশপাশের ভবন ও মানুষের নিরাপত্তা রক্ষা করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: বসুন্ধরার ৩০০ ফিট সড়ক জনসমুদ্রে পরিণত