বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০
শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। ওই ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা ইটপাটকেল ছুঁড়ে হামলা চালান। এর ফলে ভবনের বিভিন্ন কাঁচ ভেঙে যায়। হামলার সময় ভবনের মসজিদে নামাজ পড়ছিল কর্মকর্তারা। তবে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যায়নি।
আরও পড়ুন: এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ফোন ব্যবসায়ীদের হামলা
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, “ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি।”
বিটিআরসির এক কর্মকর্তা বলেন, “হঠাৎ করে ভাঙচুর শুরু হয়েছে। রাস্তা থেকে কয়েকশ বিক্ষোভকারী অবস্থান নিয়ে ভবনে ইটপাটকেল ছুড়ছে। ছুটি হওয়ার পরেও আমরা কেউ বের হতে পারছি না।”
আরও পড়ুন: খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত, চালক পলাতক





