ধানমন্ডিতে আবাসিক হোটেলে নারী চিকিৎসকের গলাকাটা লাশ

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ন, ১১ অগাস্ট ২০২২ | আপডেট: ৮:২৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
নারী চিকিৎসক
নারী চিকিৎসক

রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক হোটেল থেকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। তাকে হত্যার পর বালিশ চাপা দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

নিহত চিকিৎসকের নাম জান্নাতুল নাঈম সিদ্দিকা তার পিতার নাম শফিকুল আলম। বাসা রাজধানীর শান্তিনগরের মোমেনবাগ এলাকা।

আরও পড়ুন: লালবাগে গণপিটুনিতে ‘কিলার বাবু’ নিহত

আরও পড়ুন: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৭০

পুলিশের রমনা বিভাগের ডিসি শহীদুল্লাহ জানান, খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ হোটেল থেকে লাশ উদ্ধার করেছে। তার খুনীকে শনাক্ত করার কাজ চলছে।

ঘটনাস্থল থেকে ডিসি আরো জানান, হোটেল কক্ষটি থেকে আলামত জব্দ করা হয়েছে, হোটেল মালিকসহ অন্যরা পলাতক।

২০/৩ ধানমন্ডি এলাকায় ফ্যামিলি আবাসিক কটার নামে এই হোটেলটির কোন লাইসেন্স নেই। পুলিশ এ হোটেলটি বন্ধ করে দিয়েছে।