বুয়েটছাত্র ফারদিন ঢাকায় খুন হয়ে থাকতে পারেন: ডিবি

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) রাজধানীর কোনো এক এলাকায় খুন হতে পারেন। রাজধানীর মিন্টু রোডে শনিবার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার সাংবাদিকদের প্রশ্নে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ফারদিনের মোবাইলের ডাটা এনালাইসিস ও বিভিন্ন জায়গায় তিনি যার সঙ্গে কথা বলেছেন সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহরের কোনো এক জায়াগায় খুন হতে পারেন তিনি। মোবাইলের লোকেশনে আমরা নারায়ণগঞ্জও পেয়েছি। সবকিছু মিলিয়ে তদন্তের স্বার্থে কংক্রিট কিছু বলতে পারছি না।
আরও পড়ুন: টিকটকে আসক্ত স্ত্রীর সহযোগিতায় স্বামী হত্যার অভিযোগ একমাত্র ছেলের পিতামাতার
ডিবিপ্রধান হারুন বলেন, আপনারা জানেন ঢাকা কিংবা ঢাকার বাইরে কোনো ঘটনা ঘটলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক দক্ষ টিম কাজ করে। অনেক সময় লেগেছে এমন ঘটনা এর আগেও অনেক ক্লু উদঘাটন করেছি। নিহতের বাবা প্রথমে একটি জিডি করেছিলেন পরবর্তীতে তিনি মামলা করেন। মামলায় এক নম্বর আসামি বুশরাকে গ্রেফতার করেছি। পাশাপাশি মামলার এফআইয়ে তার নাম আসায় আমরা মনে করছি না যে সেই দায়ী। তিনি রিমান্ডে এসেছেন তার সঙ্গে আমরা কথা বলছি।
তিনি বলেন, ঢাকা শহরে ফারদিন যেখানে যেখানে গিয়েছিলেন আমরা বিভিন্ন টেকনিক্যাল মাধ্যম ব্যবহার করে খুঁজে বের করেছি। তবে কিংক্রিট কোনো তথ্য বের করতে পারিনি বলে এখনই কিছু বলছি না। তবে আমাদের কাজ চলছে। ডিবির টিম রাত-দিন কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: সাগর তীরে মিলল হাত-পায়ের রগ কাটা চবি শিক্ষার্থীর মরদেহ
মাদকের বিষয়ে খুন হয়েছেন কিনা জানতে চাইলে হারুন অর রশীদ বলন, আমরা এই কথা এখনই বলছি না যে, তিনি মাদকের কারণে খুন হয়েছে। অথবা এক নম্বর আসামি যাকে আমরা গ্রেফতার করেছি সেই খুন করেছেন; এটাও আমার বলছি না। পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় বিচার-বিশ্লেষণ করছি।