মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ‘ধর্ষণের শিকার’ শিশু, আটক ২

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৫ | আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের এক শিশু ‘ধর্ষণের শিকার’ হয়েছে। এ ঘটনায় শিশুটির বোন জামাই ও বোনের শ্বশুরকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন মাগুরা সদর থানার ওসি আয়ুব আলী।

আরও পড়ুন: বনশ্রীতে স্কুলছাত্রী হত্যায় রেস্তোরাঁকর্মী গ্রেপ্তার

জানা যায়, ঘটনার পর শিশুটিকে প্রথম অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পরে ওই অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালে শিশুটিকে ঢাকায় পাঠানো হয়েছে।

শিশুটির মা জানান, তার ছোট মেয়ে বড় মেয়ের বাড়িতে বেড়াতে যায়। ঘটনার সময় শিশুটি ছাড়া ঘরে কেউ ছিল না। এই সুযোগে কেউ একজন ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। পরে বড় মেয়ে বাড়ি এসে তার ছোটবোনকে অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। তখন দ্রুত হাসপাতালে নিয়ে যায়। শিশুটির জ্ঞান না ফেরায় বিস্তারিত কিছু জানা যায়নি।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: প্রধান শুটারসহ আটক ৩

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুবাস রঞ্জন হালদার বলেন, তাকে প্রথমে শ্বাসকষ্টের রোগী হিসেবে শিশুটিকে নিয়ে আসা হয়। পরে মেডিসিন বিভাগে নিয়ে গেলে ধর্ষণ আর হত্যা চেষ্টার আলামত পাওয়া যায়। মেয়েটির অবস্থা শঙ্কামুক্ত নয়। সে কারণে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার ওসি আয়ুব আলী বলেন, মাগুরা শহরের ৭ নম্বর ওয়ার্ডে নিজনান্দুয়ালী এলাকায় শিশুকে ধর্ষণের মৌখিক অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।