শ্রীনগরে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা, আসামিকে কারাগারে প্রেরণ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুজন দাস (৫৫) নামের এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুরে তাকে মুন্সীগঞ্জ আদালতে হাজির করলে শ্রীনগর আমলী আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
অভিযুক্ত সুজন দাস গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ভাসারপাড়া গ্রামের শুক্কুর দাসের ছেলে। সে পেশায় একজন জেলে। সে ব্রাক্ষণপাইকসা গ্রামের বাদল মিয়ার পুকুরে মাছ ধরতে এসেছিলেন।
গেলো মঙ্গলবার সকাল ৮ টার শিশুটির মা ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুটি বাইরে বের হলে, সুজন দাস শিশুটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুটির বসত বাড়ীর উত্তর পাশে অস্থায়ী ডেরার ভিতর নিয়া যায়। পরে শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।
লোকজন চলে না আসার ভয়ে অভিযুক্ত শিশুটিকে ঘটনা কাউকে না বলার জন্য বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। ঘটনা শিশু মেয়েটি তার সমবয়সী অন্যান্য বললে, তাহারা শিশুটির মা'কে ঘটনা জানায়। পরে শ্রীনগর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্ত সুজন দাসকে পুলিশ হেফাজতে নেন।
এ ঘটনায় শিশুটির মা শ্রীনগর উপজেলার ব্রাহ্মণ পাইকশা গ্রামের প্রবাসী জাহাঙ্গীর হোসেন স্ত্রী ফাতেমা আক্তার (৩৫) বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে শ্রীনগর থানায় শিশুটিকে ধর্ষণের চেষ্টার অপরাধে মামলা দায়ের করেন।
মঙ্গলবার আটক আসামি সুজন দাস কে মুন্সীগঞ্জ আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কোট পুলিশের পরিদর্শক রাশেদ খান চৌধুরী জানান, শ্রীনগর উপজেলায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে সুজন দাস নামে এক জেলে আসামিকে আদালতে হাজির করা হয়েছে। আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।