ঢাকা মেডিকেলে কারাবন্দীর মৃত্যু

Sanchoy Biswas
বাংলাবাজার ডেক্স
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ৩:৫৫ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. সোহেল (৩৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী সাদেকুল হোসেনসহ কয়েকজন কারারক্ষী মো. সোহেলকে  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে রাত  ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)  হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: কেরাণীগঞ্জের চুনকুটিয়া হতে র‌্যাব-১০ কর্তৃক ডাকাতি মামলার আসামি গ্রেফতার

কারা সূত্রে জানা যায়, মৃত মো. সোহেল খিলগাঁও থানার একটি মাদক মামলায় বন্দি ছিলেন। খিলগাঁওয়ের টেকপাড়া মাতব্বর গলিতে থাকতেন তিনি। তাঁর বাবা  মৃত আবদুল মালেক।