সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১

AK Azad
মোঃ রফিকুল ইসলাম জিলু, সাভার
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:১১ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারে সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় টিসিবির পণ্যবাহী পিকআপ জব্দ করা হয়েছে এবং পিকআপের চালককে আটক করে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক উত্তর, ক্রাইম এন্ড অপস ) আরাফাতুল ইসলাম ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। এরআগে সোমবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকা থেকে টিসিবি’র পণ্য পাচারকালে পিকআপসহ চালককে আটক করে পুলিশ।
 আটককৃত পিকআপ ড্রাইভারের নাম লিটন মিয়া(৩৯)। সে শরিয়তপুর জেলার নড়িয়া থানার উত্তর হালিশর গ্রামের আমির হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর থেকে একটি পিকআপ ভর্তি টিসিবির পণ্য জব্দ করে। পরে সেখানে ১০০ কার্টন সয়াবিস তৈল,৩০ বস্তা আটা, ১৬ বস্তা চিনি ও ২৭ বস্তা মুসুরের ডাল জব্দ করা হয়েছে। এসময় পিকআপের চালককে আটক করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন  বলেন, গতকাল রাতে টিসিবির পণ্যসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। পিকআপ চালক জানিয়েছিল পিকআপের টিসিবির সকল মালামাল আতিক নামের এক ব্যক্তির। তিনি (আতিক) আজ দুপুর পর্যন্ত পিকআপের মালামালে বৈধ কাগজ নিয়ে আসার কথা ছিল। কিন্তু সে আর আসেনি। তাই সকল মালামাল জব্দ দেখানো হয়েছে বলে জানান তিনি।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক উত্তর,ক্রাইম এন্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, সরকারি টিসিবি’র পণ্য পাচারকালে একটি পিকআপ ভর্তি পণ্য জব্দ করা হয়েছে। এসময় পিকআপের চালককে আটক করা হয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া আটককৃতকে আগামীকাল রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।