উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:১৯ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: শীশা বারে হত‍্যাকাণ্ডের জেরে চাঁদার হার দ্বিগুন করেছেন বনানী থানার ওসি

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়ে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষের অভিযোগে পুলিশ সুপারকে দণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দেয়। ওই কর্মসূচিকে ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস–ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ছড়িয়ে পড়ছে।