সোনার নতুন দাম ঘোষণা, ভরিতে কমলো ১,৩৫৩ টাকা
ছবিঃ সংগৃহীত
দেশে আবারও কমানো হলো সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য তালিকা দিয়েছে।
বাজুস জানায়, ভরিপ্রতি ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।
আরও পড়ুন: এমডি নিয়োগে কঠোর শর্ত: অভিজ্ঞতার মানদণ্ড কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনার নতুন এই মূল্য শুক্রবার (২১ নভেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: সাহাবুদ্দিনকে আর্থিক সুবিধা দিতে ডাচ-বাংলার নিত্যনতুন কত কৌশল





