২২ শিক্ষার্থী ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ নির্বাচিত হলেন
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২২ জন শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার ২০২২’ হিসেবে নির্বাচিত করেছে।
ট্রাস্টটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ও গবেষণা ভাবনায় পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার ২০২২’ হিসেবে নির্বাচিত করে।
আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’
সম্প্রতি এ সম্পর্কে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবদুন নূর মুহম্মদ আল ফিরোজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ও গবেষণা ভাবনায় পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর (পোস্ট গ্র্যাজুয়েট) পর্যায়ে ১৬টি অধিক্ষেত্রে অধ্যায়নরত শিক্ষার্থীদের উন্মুক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিযোগিতার মাধ্যমে ২২ জন অনন্য মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার -২০২২’ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হলো।
আরও পড়ুন: হাজী আ. লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণী





