ফেব্রুয়ারিতে আওয়ামীলীগের কর্মসূচির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল বুধবার (২৯ জানুয়ারি) রাতে হলপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে মহসিন হল-ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ
এ সময় হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, কর্মসূচির নামে যদি কেউ আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ করে দেয় তাহলে তাদের বিরুদ্ধেও ছাত্র-জনতা আন্দোলন গড়ে তুলবে।
সূর্য সেন হলের শিক্ষার্থী আজিজুল ইসলাম বলেন, দুই হাজার শহিদের রক্তের দাগ এখনও শুখাইনি। কিন্তু ছাত্রলীগ নতুন কর্মসূচি দিয়ে আবার মাঠে আসার পাঁয়তারা করছে। সরকারের কাছে জানতে চাই, পাঁচ মাস অতিবাহিত না হতেই তারা কীভাবে কর্মসূচি ঘোষণা দেয়।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যু
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসজুড়ে বিক্ষোভ, অবরোধ ও হরতালসহ বিভিন্ন কর্মসূচি কর্মসূচি ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এসব কর্মসূচি ঘোষণা করেছে দলটি।