এসএসসিতে জিপিএ-৫ পেলেন ১,৩৯,০৩২ জন

ছবিঃ সংগৃহীত
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। ২০২৫ সালের এই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় ৪৩ হাজার ৯৭ জন কম।
২০২৪ সালে সারা দেশে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। সেই তুলনায় এবারের ফলাফলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশ উল্লেখযোগ্য হারে কমেছে, যা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা বিশ্লেষকদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ