ডাকসু নির্বাচন সামনে রেখে ছাত্রদল প্যানেলের শপথ গ্রহণ

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫৫ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও হল সংসদ প্যানেল শপথ গ্রহণ করেছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় আয়োজিত অনুষ্ঠানে প্যানেলের প্রার্থীদের শপথ পাঠ করান সংগঠনের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রার্থীরা সম্মিলিতভাবে শপথ গ্রহণ করেন।

শপথে প্যানেলের প্রার্থীরা আট দফা অঙ্গীকার ব্যক্ত করেন। এর মধ্যে রয়েছে—

আরও পড়ুন: একাদশে ভর্তির চূড়ান্ত কার্যক্রম শুরু, ফি ও সময়সূচি জানুন

১. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক সহিংসতা, গণরুম সংস্কৃতি ও গেস্টরুম নির্যাতন বন্ধের প্রতিশ্রুতি।

২. গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের অঙ্গীকার।

আরও পড়ুন: কী হচ্ছে ডাকসু নির্বাচনে? প্রার্থিতা প্রত্যাহার করলো আরও একজন সম্পাদক প্রার্থী!

৩. নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, সমঅধিকার, স্বাস্থ্যসেবা ও আবাসনের নিশ্চয়তা।

৪. বৈধ সিট বরাদ্দ, সাশ্রয়ী মূল্যে খাবার, মানসম্মত স্বাস্থ্যসেবা ও পরিবহন সুবিধা নিশ্চিতকরণ।

৫. সাইবার বুলিং, মিথ্যা তথ্য ও অনলাইন অপতৎপরতা প্রতিরোধে উদ্যোগ গ্রহণ।

৬. শিক্ষা, গবেষণা, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মানোন্নয়ন।

৭. ডাকসুর রাজনৈতিক পরিবেশে সৌজন্য, পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখা।

৮. নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে অঙ্গীকার বাস্তবায়ন।

প্যানেলের নেতারা জানান, নির্বাচিত হলে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে তারা সর্বোচ্চ আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করবেন।