কমলনগরে অধ্যক্ষ দেলোয়ার হোসেন টুমচরির নির্দেশে সরকারি বই বিক্রির অভিযোগ

Sanchoy Biswas
কবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৮ পূর্বাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষীপুরের কমলনগরে হাজিরহাট হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন টুমচরির নির্দেশে সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। গতকাল (৬ আগস্ট) শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে সুশীল সমাজসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার হাজিরহাট কামিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট ভবনের নিচতলার একটি কক্ষ থেকে পিকআপে বই ভর্তি করেন দুই জন লোক। বিষয়টি নজরে পড়ে পুকুরের ঘাটলায় আসা স্থানীয় লোকজন। বই পিকআপে উঠানো লোকদের জিজ্ঞাসা করলে তারা কোনো উত্তর না দিয়ে একের পর এক বান্ডিল করা বই পিকআপে ভর্তি করেন। পরে লোকজন বই ভর্তি করার ভিডিও মোবাইলে ধারণ করেন। পিকআপের স্টাফ বলেন, বড় হুজুরের (মাওলানা দেলোয়ার হোসেন) নির্দেশে বইগুলো বিক্রির জন্য নেওয়া হচ্ছে। তবে তিনি কোথায় নিবেন এখনো বলেননি।

আরও পড়ুন: রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ চারজন গ্রেফতার

অভিভাবকরা বলেন, শনিবার প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। প্রতিষ্ঠানের চাবি থাকে প্রধানের নিকট। তাহলে বই বাইরে কিভাবে নেওয়া হলো?

বই বিক্রির বিষয়ে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন বলেন, “এটি তদন্ত চলছে। কে বা কারা সরকারি বই পিকাপে তুলেছে তা জানা যায়নি।”

আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত

উপজেলা শিক্ষা অফিসার (অঃদা) মো. তৌহিদুল ইসলাম বলেন, “বইয়ের বিষয়টি আমি শুনে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি।”

কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত উজ জামান বলেন, “এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে কমিটি করে তদন্ত করতে বলা হয়েছে।”