দায়িত্ব নেয়ার আগে শহীদদের স্মরণ, স্বপ্নের ক্যাম্পাস গড়ার অঙ্গীকার ডাকসু নেতাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত নেতারা দায়িত্ব গ্রহণের আগেই তাদের কার্যক্রমের সূচনা করলেন শহীদদের স্মরণ দিয়ে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর রায়েরবাজারে জুলাই বিপ্লবের শহীদ ও মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জন দেয়া শহীদদের কবর জিয়ারত করেন তারা।
ভিপি পদে নির্বাচিত মো. আবু সাদিক (সাদিক কায়েম) এসময় বলেন, শিক্ষার্থীরা যেকোনো সময় আমাদের প্রশ্ন করতে পারবে, আর আমাদের কাজ হবে সেই প্রশ্নের জবাব দেওয়া—কাজের মাধ্যমে। জুলাই বিপ্লব যেভাবে সাফল্যের পথে নিয়ে গিয়েছিল, সেই চেতনা নিয়েই আমরা স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই।
আরও পড়ুন: জামায়াতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার মেশিন কেনা হয়েছে, ছাত্রদল সমর্থিত ভিপি শেখ সাদী
তিনি আরও বলেন, শহীদরা আমাদের অনুপ্রেরণার আলোকবর্তিকা। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই তাদের স্বপ্ন ছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নেই আমাদের পথচলা। বিশ্ববিদ্যালয় থেকেই আমরা তার সূচনা করতে চাই, যাতে এটি দেশের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে ওঠে।
একই সময়ে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত এস এম ফরহাদ জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই আনুষ্ঠানিকভাবে তাদের কাজ শুরু হবে। “শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের পথচলা শুরু করছি। জুলাইয়ের শত শত শহীদ, যাদের অনেকেই অচিহ্নিত, তাদের আত্মত্যাগ আমাদের ওপর দায়বদ্ধতা তৈরি করেছে। সেই দায়িত্ব পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ,” বলেন তিনি।
আরও পড়ুন: জাকসুর ২ হলে ভোটগ্রহণ বন্ধ
এ সময় সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী মুহিউদ্দিন খানসহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।