ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপিপন্থী ৩ শিক্ষক

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৯ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনার অভিযোগ তুলে বিএনপিপন্থী তিন শিক্ষক সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তারা এ ঘোষণা দেন। বিকেল সাড়ে ৪টায় নির্বাচন কমিশনের সামনে সংবাদ সম্মেলনেরও ডাক দিয়েছেন এসব শিক্ষক।

সরে দাঁড়ানো শিক্ষকরা হলেন- অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা ও অধ্যাপক নাহরিন খান।

আরও পড়ুন: জাকসু নির্বাচন বর্জনের পর ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ

অধ্যাপক শামীমা সুলতানা বলেন, “কেন্দ্রে কেন্দ্রে অতিরিক্ত ব্যালট সরবরাহ করা হয়েছে। আমরা প্রতিবাদ জানিয়েছি কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। দায়িত্বপ্রাপ্তরা বলেছেন অতিরিক্ত ব্যালট ছিঁড়ে ফেলতে। আবার ভোট শেষে ভোটারের আঙুলে কালো কালির ছাপ দেওয়ার কথা থাকলেও যে মার্কার দেওয়া হয়েছে, তা দিয়ে ছাপ দেওয়া সম্ভব নয়। এই অবস্থায় আমরা মনে করি নির্বাচন চালিয়ে যাওয়া সম্ভব নয়।”

এর আগে দুপুর সাড়ে ৩টার দিকে মাওলানা ভাসানী হলের গেস্টরুমে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী জাকসু ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

আরও পড়ুন: জাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৭.৯ শতাংশ