জাকসু নির্বাচনের ফলাফল দুপুরে প্রকাশ হতে পারে: নির্বাচন কমিশন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শেষের দিকে। শনিবার দুপুর দেড়টা বা দুইটার দিকে ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। সর্বশেষ পাওয়া তথ্য মতে; সকাল সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২১টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্রে ভোট গণনা শেষ হয়েছে।
বাকি সাতটি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রের ভোট গণনা আধা ঘণ্টার মধ্যে শেষ হবে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোট গণনা শুরু হয়। এর আগে হল সংসদের ভোট গণনা করা হয়েছে।
আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’
নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী গণমাধ্যমকে জানান, ১৫টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। আধাঘণ্টার মধ্যে তিনটি কেন্দ্রের ভোট গণনা শেষ হবে। দুপুর দেড়টা বা দুইটায় ফল প্রকাশ করা যাবে।
আরও পড়ুন: হাজী আ. লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণী





