ঢাবি উপাচার্যের সঙ্গে ইতালি দূতাবাসের কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫২ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ইতালি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেল্লি। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চলমান ইতালীয় ভাষা শিক্ষা কর্মসূচি সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ইতালি থেকে শিক্ষক আনার পাশাপাশি স্থানীয় শিক্ষক নিয়োগের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

আরও পড়ুন: ঢাবিতে স্নাতক ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর থেকে

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইতালির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, ভাষা ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ওপর গুরুত্ব দেন দুই পক্ষ।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের আগ্রহ প্রকাশ করায় ইতালির কূটনীতিককে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: শিক্ষা ভবনের সামনে প্রস্তুত জলকামান ও সাঁজোয়া যান