প্রতিটি হলে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করবে ডাকসু

শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে গড়ে উঠছে ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:১৪ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নকে লক্ষ্য করে প্রতিটি আবাসিক হলে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ নামের এই ল্যাব হবে শিক্ষার্থীদের জন্য একটি প্রযুক্তিনির্ভর শিক্ষাকেন্দ্র ও দক্ষতা উন্নয়নের হাব।

ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম জানান, “আধুনিক শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার এখন অপরিহার্য। শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন, থিসিস প্রস্তুতি, ডেটা অ্যানালাইসিস ও অনলাইনভিত্তিক কাজগুলোকে আরও সহজলভ্য করতে প্রতিটি হলে আইটি ও ক্যারিয়ার সেন্টার গড়ে তোলার পরিকল্পনা নিয়েছি।”

আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা বিষয়টি অবহিত করেছি এবং তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রতিটি হলে একটি রুম বরাদ্দ পেলেই আমরা ল্যাব স্থাপনের কাজ শুরু করবো ইনশাআল্লাহ।”

এরই মধ্যে শেখ মুজিব হল ও রোকেয়া হলের প্রোভোস্টের কাছে রুম বরাদ্দের জন্য লিখিত আবেদন জমা দিয়েছে ডাকসু। শিগগিরই অন্যান্য হলগুলোতেও একই আবেদন করা হবে বলে জানিয়েছেন মাজহারুল ইসলাম।

আরও পড়ুন: হাজী আ. লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণী

প্রস্তাবিত এই ল্যাবগুলোতে শিক্ষার্থীরা একাডেমিক কাজের পাশাপাশি চাকরির বাজারে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় আইটি স্কিল ও ক্যারিয়ার উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, ল্যাবগুলোর কার্যকারিতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যেকোনো পরামর্শ ও মতামতকেও তারা স্বাগত জানিয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য ক্লাসরুমের বাইরেও জ্ঞানচর্চা ও দক্ষতা অর্জনের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।