রাজশাহীতে আপত্তিকর অবস্থায় ঢাবি ছাত্র ও রাবি ছাত্রী আটক

রাজশাহীতে এক ছাত্রীনিবাস থেকে আপত্তিকর অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয়রা। শনিবার (৫ অক্টোবর) গভীর রাত দেড়টার দিকে মতিহার থানার কাজলা কেডি ক্লাব সংলগ্ন ‘তন্নী ছাত্রীনিবাসে’ এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাতে ছাত্রীনিবাসে এক পুরুষ শিক্ষার্থীকে সন্দেহজনকভাবে ঢুকতে দেখে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পরে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে। আটক শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
পুলিশের হস্তক্ষেপে ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের জিম্মায় ‘জুলাই-৩৬’ হলে রাখা হয় এবং ঢাবির শিক্ষার্থীকে থানায় নেওয়া হয়।
পরদিন রবিবার (৬ অক্টোবর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি করা হয়। পরিবারগুলো লিখিতভাবে মুচলেকা দেন যে তারা পরস্পরের সম্মতিতে সন্তানদের বিয়ে দেবেন।
আরও পড়ুন: ‘জুলাই শহীদ ও যোদ্ধাদের’ স্বীকৃতি প্রদান, আজীবন ভাতার দাবিতে রাজধানীতে বিক্ষোভ
রাবি প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, “ঘটনার পর উভয় অভিভাবককে ডেকে পাঠানো হয়। তারা মুচলেকা দিয়ে আশ্বাস দিয়েছেন, বিয়ের মাধ্যমে বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করবেন। এরপরই শিক্ষার্থীদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।”
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উভয় পক্ষের সম্মতিক্রমে শিক্ষার্থীদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।”
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ছাত্রীনিবাসে নিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক নজরদারি আরও বাড়ানো জরুরি।