কুলাউড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ও কুলাউড়া শিশু একাডেমির আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে নৃত্য প্রতিযোগিতা, কন্যা শিশু সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল বাশারের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন দুর্জয়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, সানরাইজ কেজি স্কুলের অধ্যক্ষ মধু জিৎ ভট্টাচার্য এবং নৃত্য প্রশিক্ষক শুভ দীপা চৌধুরী।
শিশু শিল্পী হিসেবে বক্তব্য রাখেন রাহমা ও তাসকিয়া। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান