রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দেড় কোটি টাকার লোহা বিক্রিতে প্রতারণা: প্রধান আসামি গ্রেফতার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৫৭ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রির নামে দেড় কোটি টাকার প্রতারণা ও আত্মসাতের ঘটনায় প্রধান আসামি মো. সেলিম শেখ (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জানা গেছে, সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ দল প্রযুক্তিগত সহায়তা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে গত ০৫ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল ৩টা ১৫ মিনিটে খুলনার ডুমুরিয়া উপজেলার বালিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

প্রাথমিক তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি “POWER M AX LTD” নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অব্যবহৃত ও পুরাতন লোহা বিক্রির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। তারা মিথ্যা ওয়ার্ক অর্ডার প্রস্তুত করে, অফিস সাজিয়ে এবং কাগজপত্র জাল করে বিশ্বাস অর্জনের মাধ্যমে প্রতারণা চালায়।

ঘটনার পর এ বিষয়ে ঢাকার শ্যামপুর থানায় মামলা নং–১১, তারিখ: ০৮/০৩/২০২৪ খ্রিস্টাব্দে দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়। পরে মামলাটির তদন্তের দায়িত্ব সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

এর আগে এ মামলায় পাঁচজন আসামি গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামি হুমায়ুন কবীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে সেলিম শেখের সক্রিয় সম্পৃক্ততার তথ্য দেন।

গ্রেফতার এড়াতে সেলিম শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে মোবাইল সিম ব্যবহার করে আত্মগোপনে ছিলেন। তবে সিআইডির ধারাবাহিক গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।