সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন ও সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন শত শত নারী ও পুরুষ।
৬ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে “সাতক্ষীরা জেলাবাসী”র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী এবং সঞ্চালনা করেন জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
মানববন্ধনে বক্তব্য রাখেন গণ আন্দোলন জোটের আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, জেলা শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক শাওন, জেলা তরুণ দলের সাবেক সভাপতি আব্দুর রউফ রাজা এবং জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক এস.এম. রবিউল ইসলাম।
বক্তারা অভিযোগ করে বলেন, সিভিল সার্জন আব্দুস সালাম দীর্ঘদিন ধরে দায়িত্বে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না, নার্সদের সঙ্গে অশোভন আচরণ করেন, এমনকি নিজের সরকারি কোয়ার্টারের আয়াকে কুপ্রস্তাব দিয়েছেন বলেও অভিযোগ করেন বক্তারা।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
এই দুর্নীতিবাজ ডা. আব্দুস সালামের বিরুদ্ধে আরও অভিযোগ করে বলা হয়— সম্প্রতি তার বিরুদ্ধে মাদকসেবন ও নারী কেলেঙ্কারির অভিযোগে তদন্ত করা হলেও তা ছিল শুধুমাত্র লোক দেখানো। সে সময় তদন্তের দিন তদন্তকারী কর্মকর্তাকে ফেয়ারওয়েল দেওয়া হয় এবং রাজকীয়ভাবে আপ্যায়ন করা হয়— যা তদন্তকারী কর্মকর্তাকে প্রভাবিত করার সামিল বলে মনে করেন সাতক্ষীরার সচেতন মহল।
একই সাথে সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী ‘দরবেশ বাবা’ খ্যাত আশিক নেওয়াজ ওরফে মহব্বত আলীরও অপসারণের দাবি জানানো হয় উক্ত মানববন্ধনে।
এদিকে কোনো কারণ ছাড়াই সদর হাসপাতালের স্বেচ্ছাসেবকদের অপসারণ করেছেন এই দুর্নীতিবাজ সিভিল সার্জন, যা জেলা স্বাস্থ্যসেবার পরিবেশকে আরও অস্থির করে তুলেছে। উক্ত মানববন্ধনে দ্রুত এই দুর্নীতিবাজ ডা. আব্দুস সালামের অপসারণ দাবি জানানো হয়।





