দায়িত্ব ছাড়ার কারণ স্বাস্থ্যগত

মাউশির ডিজি অধ্যাপক আজাদ খানের পদত্যাগপত্র জমা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৯ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৪৯ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর লিখিতভাবে এ আবেদন জমা দেন তিনি।

চিঠিতে প্রফেসর আজাদ খান উল্লেখ করেন, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি তিনি মাউশির মহাপরিচালক হিসেবে যোগ দেন এবং এ পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে এখন তার পক্ষে এ দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। তাই তিনি মহাপরিচালকের পদ থেকে অব্যাহতি প্রদানের অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, আবেদনপত্রের সঙ্গে তিনি চিকিৎসা সংক্রান্ত চারটি নথিও সংযুক্ত করেছেন।

আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. আজাদ খান দীর্ঘদিন ধরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চলতি বছর ফেব্রুয়ারিতে অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব নেন।

অন্যদিকে, সোমবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় নতুন মহাপরিচালক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ বিষয়টি মাউশির ভেতরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। মাউশির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, একজন ডিজি দায়িত্বে থাকা অবস্থায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা মাউশির ইতিহাসে নজিরবিহীন। এটি বর্তমান ডিজির জন্য অপমানজনক বলেই তিনি অব্যাহতি চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: ‘জুলাই শহীদ ও যোদ্ধাদের’ স্বীকৃতি প্রদান, আজীবন ভাতার দাবিতে রাজধানীতে বিক্ষোভ