এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শেষ হচ্ছে আজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:২৭ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) শেষ হচ্ছে। শিক্ষার্থীরা গত ১৭ অক্টোবর থেকে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করে আসছেন। আজ মধ্যরাত পর্যন্ত তারা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনঃনিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে।

আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’

শিক্ষার্থীরা https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় সরাসরি আবেদন গ্রহণ করবে না। আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ফল প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের নিয়ম রয়েছে। সেই হিসেবে আগামী ১৬ নভেম্বরের মধ্যেই পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে।

আরও পড়ুন: হাজী আ. লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণী

তিনি আরও জানান, যাদের ফল পরিবর্তন হবে, তাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে, পাশাপাশি সংশোধিত ফলাফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গত ১৬ অক্টোবর সকাল ১০টায়, দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে। শিক্ষার্থীরা ফলাফল জানতে পারেন www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে অথবা মোবাইলের ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে। সারাদেশে এবছর মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল নিম্নরূপ, ঢাকা বোর্ড: ২,৯১,২৪১, জনরাজশাহী বোর্ড: ১,৩৩,২৪২, জনকুমিল্লা বোর্ড: ১,০১,৭৫০, জনযশোর বোর্ড: ১,১৬,৩১৭ জন, চট্টগ্রাম বোর্ড: ১,০৩,১৩৫ জন, বরিশাল বোর্ড: ৬১,০২৫ জনসিলেট বোর্ড: ৬৯,৬৮৩ জন, দিনাজপুর বোর্ড: ১,০৩,৮৩২ জন, ময়মনসিংহ বোর্ড: ৭৮,২৭৩ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে (আলিম) পরীক্ষার্থী ছিলেন ৮৬,১০২ জন, আর কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ছিল ১,০৯,৬১১ জন।

ফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া আজ শেষ হলেও, যেসব শিক্ষার্থী তাদের ফল নিয়ে সন্দিহান, তারা সময়সীমার মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। আগামী মাসের মধ্যেই পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।