শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ বাস্তবায়নের আগ্রহ প্রকাশ
ঢাবি উপাচার্যের সঙ্গে পাকিস্তানি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের (HEC) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ৬-সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প পরিচালক জেহানজেব খান।
পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাবনা এবং একাডেমিক নেটওয়ার্ক সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
প্রকল্প পরিচালক জেহানজেব খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করে বলেন, দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক সম্পর্ক জোরদার হলে গবেষণা সম্ভাবনা আরও বিস্তৃত হবে।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, একাডেমিক কাঠামো ও চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বলেন, জ্ঞান-বিজ্ঞানভিত্তিক উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্ক ও সহযোগিতা বৃদ্ধি পেলে শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে।
আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য
সাক্ষাৎ শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে আগমন এবং এর শিক্ষা-গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ দেখানোর জন্য পাকিস্তানি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।





