ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:১১ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘Every Contribution Matters’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ উপলক্ষে এক স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভলনারেবিলিটি স্টাডিজ এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও) বাংলাদেশ যৌথভাবে এ আয়োজন করে।

আরও পড়ুন: বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে নতুন নির্দেশনা প্রকাশ

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (যুব অনুবিভাগ) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রোম। ভিএসও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন। স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. জামাল হোসেন ও জয়া রানী মণ্ডল।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান স্বেচ্ছাসেবীদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “স্বেচ্ছাসেবার দীর্ঘ ইতিহাস মানবতার কল্যাণে অসাধারণ ভূমিকা রেখেছে। আন্তঃব্যক্তিক সম্পর্ক দৃঢ়করণ, সহযোগিতা ও আত্মত্যাগের চেতনাকে ধারণ করে সমাজ উন্নয়নে স্বেচ্ছাসেবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন: ঢাবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিম সাময়িক বরখাস্ত

তিনি আরও বলেন, সমাজ পরিবর্তন ও মানবিক সহায়তার প্রতিটি ক্ষেত্রে স্বেচ্ছাসেবকরা অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করে চলেছেন। ভবিষ্যতেও এই মনোভাব ধরে রেখে সেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সম্মেলনে স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা, দুর্যোগ ব্যবস্থাপনা, যুব নেতৃত্ব, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।