চবি ছাত্রদল ঢাকায়: তারেক রহমানকে সংবর্ধনা প্রদান
দেশনেতার আগমনকে লক্ষ্য রেখে সংবর্ধনা জানাতে গত ২৪ ডিসেম্বর চবি ছাত্রদলের নেতাকর্মীরা বাস ও ট্রেন যুগে ঢাকা অভিমুখে যাত্রা করেন।
আজ ২৫ ডিসেম্বর রাজধানী ঢাকার ৩০০ ফিটে দেশনেতা তারেক রহমানকে সংবর্ধনা জানাতে চবি ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।
আরও পড়ুন: প্রাথমিকের সব প্রধান শিক্ষকের বেতন বেড়ে দশম গ্রেডে উন্নীত
এ বিষয়ে বাংলাবাজার পত্রিকাকে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, "দল থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম মহানগরের সঙ্গে সমন্বয় করে দুটি বাস এবং ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এসব পরিবহন ব্যবস্থায় সহায়তা করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।"
চবি ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব বলেন, "আমরা চবি ছাত্রদলের শতাধিক নেতাকর্মী দেশনেতা তারেক রহমানকে সংবর্ধনা জানাতে আজ উপস্থিত হয়েছি। সেন্ট্রাল ছাত্রদলসহ চবি ছাত্রদলের শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। দেশনেতাকে পেয়ে আমরা উচ্ছ্বসিত।"
আরও পড়ুন: গবিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে সিয়াম-নাহিদ





