ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৮ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওসামা খান আজ সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা কার্যক্রম, গবেষণা সহযোগিতা এবং একাডেমিক বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাক বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা

সাক্ষাৎকালে অধ্যাপক ওসামা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জন্য উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অতিথিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।