আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন
রাজধানীর আগারগাঁওয়ে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের অবস্থান কর্মসূচি ঘিরে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়ন করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানায় বিজিবির মিডিয়া পরিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
আরও পড়ুন: নির্বাচনের সকল পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি
তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে।
এর আগে, সকালেই নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রদল। তাদের অভিযোগ, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিভিন্ন রায়ে রাজনৈতিক হস্তক্ষেপ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে।
আরও পড়ুন: ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ প্রার্থী ঢাকা-১২, সর্বনিম্ন পিরোজপুর-১
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির দুপুর ১২টায় নির্বাচন ভবনের সামনে বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে আজকে রাত পর্যন্ত নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করব।"





