‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে কলকাতাতেও

ঈদ-উল-আজহায় জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দেশের পাশাপাশি কলকাতাতেও মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করে পশ্চিমবঙ্গের খ্যাতনামা প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশ করে লিখেছে: আফরান নিশো শিগগিরই আসছে এবার বড় পর্দায়। রায়হান রাফির সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘সুড়ঙ্গ’ নিয়ে। দেখা হবে সিনেমা হলে। বিষয়টি নিয়ে নির্মাতা রায়হান রাফি বলেন, সুড়ঙ্গ কলকাতাসহ পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলোতে দেখা যাবে। এটা সত্যি আনন্দের খবর। আমরা আশা করছি সেখানে ভালো সাড়া পাব।
সম্প্রতি সিনেমাটির আইটেম গান ‘কলিজা আর জান’ ইউটিউবে মুক্তির পরপরই দারুণ সাড়া ফেলেছে।
আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া
এই গানে ঝড় তুলেছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। তার সঙ্গে গানের তালে কোমর দুলিয়েছেন আফরান নিশোও। ‘সুড়ঙ্গ’ সিনেমায় নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনার পাশাপশি নাজিম উদ্ দৌলা সাথে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন রায়হান রাফী।