বাংলাদেশের চেয়েও পশ্চিমবঙ্গে বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৩ | আপডেট: ৭:০৪ পূর্বাহ্ন, ১৯ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের ২৯টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে আলফা আই এবং চরকি প্রযোজিত বাংলাদেশের সিনেমা “সুড়ঙ্গ”।

শুক্রবার (১৪ জুলাই) রাতে পরিবেশক ও ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম (এসভিএফ) জানিয়েছিল, আগামী ২১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাবে “সুড়ঙ্গ”। এবার জানা গেল, পশ্চিমবঙ্গের ২৯টি প্রেক্ষাগৃহে একযোগে সিনেমাটি প্রদর্শিত হবে।

আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার

ঈদ-উল-আজহা উপলক্ষে গত ২৯ জুন বাংলাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে “সুড়ঙ্গ” সিনেমাটি মুক্তি পায়। দর্শকদের কাছ থেকে ছবিটির অভাবনীয় ইতিবাচক সাড়ার পরেও সিনেমাটির হলসংখ্যা পরবর্তীতে আর বাড়েনি। সেই হিসাবে বাংলাদেশের চেয়েও ছবিটি বেশি হল পেয়েছে।

এদিকে, পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে গত ১৬ জুলাই “সুড়ঙ্গ” সিনেমার ট্রেইলার প্রকাশ করেছে এসভিএফ। যেখানে সংলাপসহ ছবির কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। ট্রেইলার প্রকাশের পর “সুড়ঙ্গ” সিনেমাটি নিয়ে পশ্চিমবঙ্গের দর্শকদের মধ্যে আগ্রহ আরো বেড়েছে।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান

শুক্রবার রাতে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, “অপেক্ষা শেষ হচ্ছে! বাংলাদেশে ব্লকবাস্টার হিট হওয়ার পর আগামী ২১ জুলাই ‘সুড়ঙ্গ' পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।”

রবিবার “সুড়ঙ্গ” সিনেমার পরিচালক রায়হান রাফী জানান, সাফটা চুক্তির আওতায় নয়, শ্রী ভেঙ্কোটেশ ফিল্মস নিজেদের আগ্রহেই বাংলাদেশি সিনেমাটি নিয়ে পশ্চিমবঙ্গে মুক্তি দিচ্ছে। রাফীর মতে, দেশি সিনেমার জন্য এটা অনেক বড় বিষয়।

রায়হান রাফি আরও জানান, পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে ছবিটির প্রচারের জন্য কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আফরান নিশো ও তমা মির্জাসহ তারা কলকাতায় যাবেন। ইতোমধ্যে ভিসা আবেদন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

পশ্চিমবঙ্গে “সুড়ঙ্গ”র সাফল্য প্রত্যাশা করে তমা মির্জা বলেন, “আমাদের ধারণা, বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও ছবিটি সমান হিট হবে। সেই আভাসই পাচ্ছি।”

আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও “সুড়ঙ্গ” সিনেমায় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক বেপারি প্রমুখ। সিনেমার একটি আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া।  ছবিটি প্রযোজনা করেছে আলফা আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি।