গান লিখলেন নরেন্দ্র মোদি
পূজার উৎসবে মাতোয়ারা ভারত। উৎসবে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলেন বিশেষ উপহার। মোদী গান লিখলেন। আর গাইলেন ধ্বনি ভানুশালী। যিনি “ভাস্তে” গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন।
আসন্ন নবরাত্রি উৎসব উপলক্ষে “গাড়বো” শিরোনামের গানটি প্রকাশ করেছে জাস্ট মিউজিক নামের একটি প্রতিষ্ঠান। গানটির একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (টুইটার) পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। পোস্টে তিনি গায়িকা ধ্বনি ভানুশালিকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার পোস্টে লিখেছেন, “অনেক ধন্যবাদ ধ্বনি ভানুশালি, তনিশক বাগচী এবং জাস্ট মিউজিকের পুরো দলকে। খুবই ভালো লাগল ‘গাড়বো’-এর এই নতুন সংস্করণ। কয়েক বছর আগে আমি যে গানটি লিখেছিলাম, সেটাকে আপনারা দারুণভাবে অ্যারেঞ্জ করেছেন।”
গানটির ছোট একটি অংশ এক্সে (টুইটার) পোস্ট করেছেন ধ্বনি ভানুশালিও। সেই পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “শ্রদ্ধেয় নরেন্দ্র মোদি আপনার লেখা এই গানটি আমার আর তনিশক বাগচীর ভীষণ পছন্দ হয়েছে। আমরা একদম নতুন রিদিমের নতুন গান বানাতে চেয়েছিলাম। যেখানে নতুন ধরনের ফ্লেভর থাকবে। আর এই ভিডিওটার সৌজন্য জাস্ট মিউজিকের।”
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান
“গাড়বো” গানটি মূলত গারবা ঘরানার। এটি গুজরাটের ঐতিহ্যবাহী একটি নাচের নাম। ভিডিওতে উৎসবের আমেজ বাড়িয়ে দিতে ঐতিহ্য আর নৃত্যের আশ্রয় নিয়েছেন সংশ্লিষ্টরা। গানের কথায়ও উৎসব ও নবরাত্রির মহাত্ম ফুটে উঠেছে। গানটির সংগীত পরিচালনা করেছেন তনিশক বাগচী।





