২০২৩: তারকাদের বিচ্ছেদ

তারকাদের বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে সাধারণ মানুষের কৌতুহলেরও শেষ নেই। সাধারণ মানুষের বিবাহ বিচ্ছেদের খবর খুব একটা জানাজানি না হলেও তারকাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে যায় মুহূর্তের মধ্যে। তাদের আলোচনা-সমালোচনায় তোলপাড় হয় মিডিয়াপাড়া থেকে শুরু করে সামাজিক মাধ্যম। চলতি বছরের বিবাহ বিচ্ছেদের মাধ্যমে যারা সম্পর্কের ইতি টেনেছেন-
শরিফুল রাজ-পরীমণির বিচ্ছেদ
আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া
ঢালিউডের জনপ্রিয় নায়ক শরিফুল রাজ ও পরীমণি। ২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে রাজ-পরীর পরিচয় ও প্রেম হয়। ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর দিন ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। এক বছরের মাথায় চলতি বছর শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হেটেছেন পরীমণি। নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় ১৮ সেপ্টেম্বর এই অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠান। ইতিপূর্বে রাজ-পরী দম্পতির বেশ কয়েক দফায় বিচ্ছেদের খবর আসে।
এসআই টুটুল-তানিয়ার বিচ্ছেদ
আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’
১৯৯৯ সালের ১৯ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন টুটুল-তানিয়া। শোবিজে সংসার ভাঙার হিড়িকে তারা সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন। শেষ ৫ বছর আলাদা ছিলেন তারা। কিন্তু হঠাৎ করেই ৪ জুলাই দ্বিতীয় বিয়ে এসআই টুটুর তার দ্বীতীয় বিয়ের খবর জানান। এরপর টুটুল-তানিয়ার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।
মাইনুল আহসান নোবেলের বিচ্ছেদ
২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিল মাহমুদকে বিয়ে করেন মাইনুল আহসান নোবেল। কিন্তু মাদকাসক্ত ও নির্যাতনের অভিযোগ তুলে মে মাসের প্রথম সপ্তাহে নোবেলকে তালাক দেন সালসাবিল।