নতুন বছরের নতুন গান
মহাকালের গর্ভে হারিয়ে গেলো ২০২৩ সাল। পুরোনো বছরের সকল দুঃখ-বেদনা ভুলে নতুন আশা নিয়ে বিশ্বের সাথে সুরের দেশ বাংলাদেশও ২০২৪ সালকে বরণ করে নিলো। নতুন বছরে অনেক শিল্পীই নতুন গান নিয়ে আসছেন।
কামাল আহমেদের অ্যালবাম
আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার
‘মিউজিক অব বেঙ্গল’-এর ব্যানারে শিল্পী কামাল আহমেদের ২৯তম অডিও অ্যালবাম ‘স্বরলিপি’ প্রকাশিত হয়েছে। ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়াও অডিও সিডি আকারে হার্ড কপিও প্রকাশ করা হয়েছে। অ্যালবামটিতে রয়েছে ১৫টি দ্বৈত গান। এর মধ্যে কামাল আহমেদের সঙ্গে সানিয়া সুলতানা লিজা গেয়েছেন সর্বািধক ছয়টি, জানিতা আহমেদ ঝিলিক গেয়েছেন পাঁচটি, সাজিয়া সুলতানা পুতুল গেয়েছেন দুটি, রন্টি দাশ গেয়েছেন একটি ও অবন্তী সিঁথি গেয়েছেন একটি গান।
কনস্ট্যান্ট ব্যান্ডের নতুন গান
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান
গতকাল সন্ধ্যা ৬টায় ইউটিউবে প্রকাশিত হয়েছে কন্সট্যান্ট ব্যান্ডের নতুন গান ‘সাদাকালো’। ব্যান্ডের সদস্য আহম্মদ মোস্তফা আকিক বলেন, ‘আমাদের গিটার প্লেয়ার বুশান ক্যান্সারের সঙ্গে লড়াই করে অকালে প্রাণ হারিয়েছে। আমরা সবাই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এবার শোককে শক্তিতে রূপান্তর করে গানটি তৈরি করেছি। নব্বই দশকের ব্যান্ড সংগীতের মেলোরকের আবহ আছে এই গানে। শ্রোতাদের ভালো লাগবে।’
জিসান খান শুভর গান
নতুন বছর উপলক্ষে গতকাল সন্ধ্যায় মুন্না খান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে জিসান খান শুভর কথা, সুর ও কণ্ঠে নতুন গান ‘অন্তর্যামি’। সংগীতায়োজনে আদিব কবির।
গানটির ভিডিওতে মডেল হয়েছেন মুন্না খান ও নিপা রোজ। জিসান খান শুভ জানান, এটি সফট রোমান্টিক ঘরানার গান।
সোহানের নতুন গান
সোহান আলীর কথা ও সুরে মারুফ মৃন্ময় ও সোহান আলী গেয়েছেন ‘কাঁটা’। গতকাল সোহান আলীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। সোহান আলী বলেন, ‘উত্তরবঙ্গে বিয়েতে নাচার গানের অভাব, এই গান কিছুটা হলেও সেই অভাব পূরণ করবে।’
শান্তর নতুন গান
অন্যদিকে ৩০ ডিসেম্বর আরাফাতুল হাসান শান্তর কথা, সুর ও সংগীতে নিজের চ্যানেলে প্রকাশ করেছেন ‘ও মেঘ’।





