ইরানের জাতীয় পুরস্কার পেল জয়া আহসানের ‘ফেরশতে’

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৬:৪৭ পূর্বাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ চলচ্চিত্রটি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য ইরানের জাতীয় পুরস্কার জিতেছে। দেশটির ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর 'ফেরেশতে' সিনেমার দুই অভিনয়শিল্পী জয়া আহসান ও সুমন ফারুককে 'খয়র-ই-মান্দেগার' স্মারকে সম্মানিত করা হয়েছে।

খবরটি জয়া আহসান তার অফিশিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার

জয়া আহসান লিখেছেন, ‘ফেরেশতে চলচ্চিত্রের অভিনেতাদেরকে দেওয়া স্মারকে উল্লেখ ছিল, শিল্পের মাধ্যমে দানশীলতা দেখানো জীবনের সবচেয়ে সুন্দর চিত্র যা কখনও কখনও মানুষকে তার নিজের প্রকৃতির মহাসাগরের গভীরে টেনে নিয়ে যায় যাতে তার অস্তিত্বের মুক্তা শিকার করতে পারে। 'ফেরেশতে' চলচ্চিত্রটি ভালোবাসা এবং শিল্পের এক অসাধারণ মিশ্রণ, যেখানে আপনি প্রতিটি মুহূর্তে দয়ার উজ্জ্বল আভা দেখতে পাবেন।’

দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহীন মৃধা। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম ও বাংলাদেশের মুমিত আল-রশিদ। প্রযোজনা করেছে ইমেজ সিনেমা, সি তে সিনেমা এবং ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান

ফেরশতে সিনেমাটি ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিন ১ ফেব্রুয়ারি দেখানো হয়েছিল।