আরশ খানের সতর্কবার্তা, ধূমপান ও ভেপ দুটোই বিপজ্জনক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:০৯ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫
অভিনেতা আরশ খান। ছবিঃ সংগৃহীত
অভিনেতা আরশ খান। ছবিঃ সংগৃহীত

অভিনেতা আরশ খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসে ধূমপান ও ভেপের ক্ষতিকর প্রভাব নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে তিনি ভক্তদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

স্ট্যাটাসে আরশ খান উল্লেখ করেছেন, “স্কুল জীবনে বন্ধুদের সাথে ফ্লেক্স করতে গিয়ে ধূমপান শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয়টি অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যা ১২টা বেজেছিল, তার ৩ গুণ বেড়েছে গত ৬ মাসে।”

আরও পড়ুন: বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নোরার

তিনি আরও জানান, সিগারেট ছাড়ার জন্য ভেপ ব্যবহার শুরু করেছিলেন, তবে ভেপের ক্ষতি সিগারেটের চেয়েও ভয়াবহ। আরশ খান লিখেছেন, “বিশ্বাস করো, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নেই। যারা সম্প্রতি ধূমপান শুরু করার ভাবনায় আছেন, তারা এই বিষয় থেকে দূরে থাকুন। ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে, তবে স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয় যা কোনোদিন ঠিক হয় না।”

সবশেষে তিনি সতর্ক করেছেন, “ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয়, তার কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। পুরো জীবনের জন্য ওই অংশ অকেজো হয়ে থাকে। সিগারেট এমন প্রেমিকা, যাকে একবার ছাড়লে পুরোপুরি ছাড়তে হবে। সিগারেট ছাড়তে গিয়ে ভেপকে রিবাউন্ড বানানো যাবে না। ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না।”

আরও পড়ুন: গোল্ডেন গ্লোবের মঞ্চে রের্কড করলেন কিশোর অভিনেতা

এই স্ট্যাটাসের মাধ্যমে আরশ খান ধূমপান ও ভেপের ক্ষতিকর প্রভাব নিয়ে সমাজে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছেন।