‘অপু বিশ্বাস দেখতে অনেকটা তামান্নার মতো’

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:১৯ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ভক্তরা প্রায়ই তার চেহারার মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী নায়িকাদের সঙ্গে। অপু বিশ্বাস বলেন, “ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান। মেকআপ ছাড়া দেখলে তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করেন। আবার শুকিয়ে গেলে কিয়ারা আদভানি মনে হয়। অনেক সময় সারা আলী খানের সঙ্গেও মিল খুঁজে পান অনেকে।”

শুধু ভক্তরাই নয়, অভিনেত্রী মিষ্টি জান্নাতও মনে করেন অপু বিশ্বাস দেখতে অনেকটা দক্ষিণী তারকা তামান্না ভাটিয়ার মতো। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে অপুর একটি ছবি শেয়ার করে মিষ্টি লিখেন— “অপু বিশ্বাস দিদি, তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো।”

আরও পড়ুন: আল্লু অর্জুনকে জিএইচএমসি’র নোটিশ

এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ভক্ত মিষ্টি জান্নাতের সঙ্গে একমত পোষণ করলেও কেউ কেউ মজার ছলে ঠাট্টা-তামাশাও করেছেন।

তবে অনেকেই অবাক হয়েছেন মিষ্টির এ মন্তব্যে, কারণ একসময় মিষ্টি জান্নাত ও অপু বিশ্বাসের প্রাক্তন শাকিব খানকে ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছিল। ফলে অপুকে নিয়ে মিষ্টির প্রশংসা ভক্তদের কাছে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন: ব্রেন স্ট্রোকে করেছেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক