লাল শাড়িতে গ্ল্যামারাস লুকে উত্তাপ ছড়ালেন মিমি চক্রবর্তী
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন, লুক ও স্টাইল নিয়েও বরাবরই আলোচনায় থাকেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন এক গ্ল্যামারাস ফটোসেশনে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তিনি।
আরও পড়ুন: ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চিকিৎসাধীন
শনিবার সন্ধ্যায় (শুক্রবার) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন মিমি। ছবিতে দেখা যায়, তিনি পরেছেন উজ্জ্বল রেড সিল্ক শাড়ি, সঙ্গে গলায় ও হাতে মানানসই সোনার গয়না। খোলা চুল, হালকা মেকআপ ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরার সামনে একের পর এক পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: ‘এটি আত্মহত্যা নয়, এটি ছিল প্রি-প্ল্যানড মার্ডার’
ছবিগুলোর ক্যাপশনে মিমি দিয়েছেন শুধু একটি নীল হৃদয়ের ইমোজি 💙, কিন্তু মন্তব্যের ঘরে ইতোমধ্যেই ঝড় তুলেছেন ভক্তরা। কেউ লিখেছেন, “রেড কুইন!”, আবার কেউ প্রশংসা করে বলেছেন, “এই লুকটাই মিমির ট্রেডমার্ক।
মিমির এই ফটোসেশনটি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, হাজারো রিয়্যাকশন ও কমেন্টে ভরে ওঠে পোস্টটি।
সম্প্রতি মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা ‘রক্তবীজ ২’, যেখানে তিনি অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।
অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স, আত্মবিশ্বাসী উপস্থিতি ও মার্জিত স্টাইল দিয়ে নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী-সাংসদ।





