কবে আসছে জয়ার ‘ওসিডি’
২০২৫ সালে দুই বাংলার প্রেক্ষাগৃহে নিয়মিত সিনেমা মুক্তি পেয়েছে জয়া আহসানের। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া। জয়া জানান, আগামী ৬ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ওসিডি’।
পশ্চিমবঙ্গের পরিচালক সৌকর্য ঘোষালের এই মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমায় জয়া অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের চরিত্রে। ছবির গল্প আবর্তিত হয়েছে শ্বেতার জীবনের এক তিক্ত অতীত ও মানসিক ট্রমাকে কেন্দ্র করে।
আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বেবী নাজনীন, ফেসবুকে আবেগঘন স্মৃতিচারণ
পোস্টারটি শেয়ার করে জয়া লিখেছেন, ‘মনের কোণের সব দীনতা-মলিনতা ধুইয়ে দাও।’
২০২১ সালে এই সিনেমার কাজ শেষ হলেও এটি মুক্তির আলো দেখেনি। তবে ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এর পর আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এবার প্রেক্ষাগৃহে মুক্তির পালা।
আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন হানিফ সংকেত
সিনেমাটি প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে পরিচালক সৌকর্য ঘোষাল বলেন, ‘এই সিনেমাটি আমার এক প্রতিবাদের ভাষা বলা যেতে পারে। এতে এমন অনেক মানুষ ও শিশুদের কথা তুলে ধরা হয়েছে, যারা প্রতিনিয়ত এমন কিছু ঘটনার শিকার হয়, যা তারা কোনো দিন মুখ ফুটে বলতে পারে না। আমি নিজেও এমন অনেক শিশুকে দেখেছি, যারা পরিবারকে পাশে না পেয়ে চুপ করে যায়। অন্যদিকে অপরাধীরা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। মাঝখান থেকে একটি গোটা জীবন নষ্ট হয়ে যায়, যার কোনো সমাধান নেই।’
‘ওসিডি’ সিনেমার আগে সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূত পুরী’ ছবিতে অভিনয় করেন জয়া। এবার আসছে এই জুটির ‘ওসিডি’





