নতুন চমক দেখালেন হৃদয় খান

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:১০ অপরাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪০ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কণ্ঠ দিয়ে আগেই কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন হৃদয় খান। এবার গায়ক বা সংগীত পরিচালক নয়, অভিনেতা ও নির্মাতা হিসেবেও দর্শকদের সামনে এসে চমক দেখালেন এই জনপ্রিয় শিল্পী। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’ মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় বইছে প্রশংসার জোয়ার।

ইউটিউবে ‘ট্র্যাপড’ প্রকাশের পরপরই দর্শকরা কমেন্ট বক্সে তাদের মুগ্ধতার কথা জানাচ্ছেন। হৃদয় খানের অভিনয় দেখে এক দর্শক লিখেছেন, হৃদয় খানের কাছ থেকে চমৎকার একটি কাজ পেলাম, দারুণ লেগেছে! আরেকজন মন্তব্য করেছেন, “ব্রো, মাইন্ড ব্লোয়িং!”। অনেকেই হৃদয়ের এই ভিন্ন অবতারকে সাবলীল ও পরিণত বলে আখ্যা দিয়েছেন। এক অনুরাগী লিখেছেন, “সাধারণ হয়েছে ব্রো। আপনার থেকে আরও একটি নতুন শর্ট ফিল্ম দেখতে চাই।

আরও পড়ুন: গোবিন্দর সঙ্গে একই মঞ্চে ইধিকা পাল

শুধু অভিনয় নয়, পরিচালক হিসেবেও নিজের মুন্সিয়ানা প্রমাণ করেছেন হৃদয় খান। প্রায় ৩০ মিনিট দৈর্ঘ্যের এই থ্রিলার শর্ট ফিল্মে নিউ ইয়র্কের অন্ধকার জগত বা আন্ডারওয়ার্ল্ডের গল্প যেভাবে ফুটে উঠেছে, তাতে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা। সাউন্ড ডিজাইন ও সিনেমাটোগ্রাফির প্রশংসা করে এক দর্শক লিখেছেন, “সাইলেন্ট দিয়ে শুরু, ভয়েস দিয়ে স্টার্ট... জাস্ট ওয়াও! ফিল্মি ভাইব তো সেই!” অন্য একজনের মন্তব্য, ভিন্নধারার গল্প বলা, ফিল্মের ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজ এবং সাউন্ড ডিজাইন সত্যিই মুগ্ধ করেছে।

‘ট্র্যাপড’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখানো হয়েছে, নিউ ইয়র্কে বসবাসরত হৃদয় নামের এক যুবক কীভাবে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। সেই ভয়ংকর ফাঁদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেখান থেকে মুক্তি পান না তিনি। এই গল্পের মধ্য দিয়ে এক নির্মম বাস্তবতা তুলে ধরেছেন হৃদয় খান।

আরও পড়ুন: সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

শর্ট ফিল্মটিতে হৃদয় খানের বিপরীতে অভিনয় করেছেন দীর্ঘ বিরতি ভেঙে ফেরা জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। হৃদয় খান জানিয়েছেন, ‘ট্র্যাপড’-এর গল্পের অনুপ্রেরণা তিনি পেয়েছেন নিজের জীবনের কিছু অভিজ্ঞতার ছায়া থেকে, যা এই নির্মাণকে আরও বাস্তব ও গভীর করেছে।