নতুন উদ্যোগে বড় পর্দার স্বপ্নে দেখছেন জেনিফার জুঁই

Any Akter
মাসুদ রানা
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:০৮ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদপুর জেলার মতলবের ছোট্ট গ্রামে জন্ম জেনিফার জুঁইয়ের, তবে ছোট থেকে ই বেড়ে উঠা হয়েছে ঢাকায়। এই তরুনী অভিনেত্রী জেনিফার জুই আজ বাংলা মিডিয়ায় সম্ভাবনাময় নক্ষত। ২০০২ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা জেনিফার জুঁই। ব্যবসা করেন বাবা, আর মা একজন গৃহিনী। মা, বাবার একমাত্র রাজকন্যা  জেনিফার জুঁই। বর্তমানে তিনি স্নাতক ডিগ্রি অধ্যায়নরত। তাঁর ইচ্ছে উচ্চ শিক্ষিত হওয়া। তাই তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। পড়াশোনার  পাশাপাশি অভিনয়ের জগতে নিয়মিত কাজ করে নিজেকে প্রস্তুুত করতে চান আরও বড় পরিসরে । তবে প্রথম কাজের পরপরই তাকে পরিবারের বাধার মুখে পড়তে হয়। মিডিয়ায় কাজ করাকে সহজভাবে নিতে না পারায় তিনি প্রায় দুই বছরের বিরতি নেন। ঐই সময়টাতে নিজেকে আরও গুছিয়ে নেওয়া, পড়ালেখা এবং ভবিষ্যৎ পরিকল্পনাই ছিল তার মূল লক্ষ্য।

সীমিত সুযোগ আর নানা সামাজিক বাধা পেরিয়ে আত্মবিশ্বাস নিয়ে ও পরিশ্রমকে সঙ্গী করে তিনি এগিয়ে যেতে চান নিজের স্বপ্নের লক্ষে। ব্যক্তিগত জীবনকে এক পাশে রেখেই তিনি মনোযোগ দিচ্ছেন নিজের ক্যারিয়ার গড়ার দিকে। তাই তিনি ক্যারিয়ার গড়ার পড়েই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: প্রেমের গুঞ্জনকে সত্য করে বিয়ে করলেন জেফার-রাফসান

২০২০ সালে তার মিডিয়ায় পথচলা শুরু হয়, একটি জনপ্রিয় ‘ম্যাঙ্গো ড্রিংকস’–এর বিজ্ঞাপনের মাধ্যমে, পরে আরেকটি চাটনির আচারের  বিজ্ঞাপন করেন তিনি। দুটি বিজ্ঞাপন করার পর তখন ছোট থাকায় পরিবারের থেকে বাধায় আশায় দুবছর মিডিয়ায় কাজ বন্ধ রাখেন তিনি। দুবছর কাজ বন্ধের পর আবার পুনরায় ২০২৩ সালে মিডিয়ায় পা রাখেন তিনি। দীর্ঘ বিরতির পর পরিবারের সমর্থন নিয়ে আবারও মিডিয়ায় ফিরে আসেন জেনিফার জুই। ফিরে এসেই নাটক ও ধারাবাহিকে নিয়মিত কাজের সুযোগ পান তিনি। ওয়েভ সিরিজের মাধ্যমে তার কাজ আবার শুরু করেন। 

ওয়েব কনটেন্টেও তার উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে ভিকি জাহিদ পরিচালিত ‘রেড রুম, যা তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে ধরা হয়। সেখানে তার সহ অভিনেত্রী ছিলেন মেহজাবিন।  এছাড়াও তিনি কাজ করেছেন ‘দশ টাকার শান্তি মলম’ এবং দীপ্ত টেলিভিশনের ‘দেনাপাওনা’-এর মতো প্রজেক্টে। এসব কাজের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, ছোট চরিত্র হলেও নিজেকে তুলে ধরার ক্ষমতা রয়েছে তার।

আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলা: স্ত্রীসহ ১১ আসামির সম্পদ জব্দের আবেদন

বাংলাদেশী মডেল ও তরুণী এই অভিনেত্রী  নিজের পরিচয়ে পরিচিত হতে চান। অনেক সংগ্রামী জীবন পার করে আজ অভিনয় জগতে সুনামের সাথে কাজ করছেন তিনি। ভালো গল্প ও পরিচালক পেলে তিনি ভবিষ্যতে খুব চমক একটি গল্পের মাধ্যমে নতুন ভাবে  বড় পর্দায় সবার হৃদয়ে জায়গা করে নিবেন বলে আশা ব্যক্ত করেন। ভালো গল্প, শক্ত চরিত্র আর অভিজ্ঞ পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেলে নিজের প্রতিভা পুরোপুরি তুলে ধরতে চান তিনি।

জেনিফার জুঁই মনে করেন, আত্মবিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তি। কোনো ভালো ও গুণী নির্মাতা–পরিচালকের নির্দেশনায় কাজ করার সুযোগ পেলে তিনি নিজেকে আরও পরিণত একজন অভিনেত্রী হিসেবে তুলে ধরতে পারবেন। ভবিষ্যতে নিজেকে একটি স্থিতিশীল অবস্থানে নিতে পারলে সমাজের পিছিয়ে পড়া তরুণীদের জন্য কাজ করার ইচ্ছা ও রয়েছে তার।

এক সময় মিডিয়ায় না এলে তাঁর স্বপ্ন ছিল ব্যাংকার হওয়ার। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসাই তাকে নিয়ে এসেছে ক্যামেরার সামনে। তাঁর সবচেয়ে বড় স্বপ্ন, একজন দক্ষ ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে দর্শকের মনে স্থায়ীভাবে জায়গা করে নেওয়া। এমনকি নিজের জীবনের গল্প নিয়ে কোনো নাটক বা ওয়েব চরিত্রে কাজ করবেন তিনি নিজেই বলে জানান।

আগের দিনের নায়িকারা অনেক কোয়ালিটি সম্পন্ন ছিলো যেমন, ববিতা ম্যাম, শাবানা ম্যাম, আনোয়ারা ম্যাম, ডলি জোহর, কবরী, রোজিনা, উল্লেখযোগ্য আরো অনেক নায়িকা।  তাদের উল্লেখ করে বলেন, উনাদের মধ্যে কোয়ালিটি আছে যা এখনো বিদ্যমান।

বর্তমানে ভালো কোন গল্প নাই, এক মারামারি আর কেউ দেখতে পছন্দ করে না, তিনি বলেন, ছবির মধ্যে নেশার দৃশ্য ঢুকিয়ে, গাঁজা সেবনের দৃশ্য , হিরোইন সেবনের দৃশ্য ও, অন্যান্য নেশা জাতীয় দ্রব্য দেখানো হয় যা সমাজকে নষ্ট করে। এগুলো এখন আর মানুষ দেখতে চায় না। ভালো গল্প, শিক্ষণীয় কিছু থাকলে মানুষ অবশ্যই আবার হল মুখি হবে। তিনি বলেন, পুরান আমলের  ছবি যেমনই হোক কাহিনী সংলাপ খুব সুন্দর ছিলো যা বর্তমানের সাথে তুলনা করলে কোনভাবেই যায় না।  দেখতে চায় না মানুষ।

নতুন বছর, নতুন লক্ষ্য আর অনেক বড় স্বপ্নের   পথে পা বাড়াচ্ছে ।। নতুন তরুণ এই অভিনেত্রী বাংলাদেশী মডেল স্বপ্ন নিয়ে এগিয়ে চলা জেনিফার জুঁই আজ শুধু একজন অভিনেত্রী নন, বরং অনেক তরুণীর জন্য অনুপ্রেরণার নাম। সময়ই বলে দেবে, আগামী দিনগুলোতে তিনি নিজেকে কতটা বড় পরিসরে মেলে ধরতে পারেন।

ভারতের নায়িকাদের মধ্যে শিল্পা শেঠি, ক্যাটরিনা কাইফ,  বিদ্যা বালান, মাধুরী, কঙ্গনা, রায়  এই গুনি শিল্পীদের অভিনয় খুব ভালো লাগে। তবে নায়কদের মধ্য   ,শাহরুখ খান,  আজয়দেবগন আকসয় কুমার, হৃত্বিক রোশন, অনিল কাপুর। 

কলকাতার অভিনেতা  মিঠুন চক্রবর্তী,  প্রসেনজিৎ,  অঙ্কুশ হাজরা, যীসু সেনগুপ্ত  কে তিনি অনেক পছন্দ করেন। ভারতে গিয়ে কলকাতায় কাজের সুযোগ হলে যীশু সেনগপ্তের সাথে অভিনয় করতে চান তিনি । বাংলাদেশ পেরিয়ে কলকাতায় কাজ করার স্বপ্ন ও দেখেন তিনি।