একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের, হাসপাতালে ৩১১ জন

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:১৯ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ জন

প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকা সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ১১২ জন এবং বাকি ১৯৯ জন ঢাকা সিটির বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৭ হাজার ৭৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৩৭৯ জন এবং মৃত্যু হয়েছে ১১০ জনের।

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ শতাধিক রোগী হাসপাতালে,চলতি বছরে মৃত্যু ২২৪

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন আর শুধুমাত্র মৌসুমি নয়, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে রোগের প্রকোপ বাড়ছে। প্রতিরোধে মশা নিয়ন্ত্রণের ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনকে নিয়মিত প্রচার চালাতে হবে। জনগণকেও সচেতন হতে হবে।”

এদিকে, কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী জানান, “মশা নিধনে শুধু জরিমানা আর সচেতনতামূলক প্রচারণা যথেষ্ট নয়। এর জন্য সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।