ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১ জন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৪৫ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারণ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১২৬, মৃত্যুশূন্য দিন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে সারাদেশে ১ হাজার ৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২০৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৩০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪০ জন, খুলনা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মোবাইলে রোগীর ‘গোপন তথ্য’

এছাড়া গত একদিনে সারাদেশে ৯৯০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৬৪ হাজার ৪০৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৭ হাজার ৪৬৪ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৭৩ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জনতার আগের বছর ২০২৩ সালে দেশে সর্বাধিক ১ হাজার ৭০৫ জনের মৃত্যু ও তিন লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হওয়ার রেকর্ড গড়ে।

বিশেষজ্ঞদের মতে, এবছরও আবহাওয়ার অস্থিতিশীলতা এবং বৃষ্টিপাতের অনিয়মিত ধারা ডেঙ্গুর বিস্তার রোধে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।