দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০০ এর দ্বারপ্রান্তে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:২০ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৮ জনে, যা ৪০০ ছোঁয়ার অপেক্ষায়।

সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬৫ জন

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৯৮ হাজার ২৮৪ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ২৩২ জন।

ডেঙ্গুর বিস্তার প্রসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ‘ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে এবং বৃষ্টি শুরু হলে এর প্রকোপ আরও বাড়ছে। তাই মশা প্রতিরোধক ব্যবহার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং গণসচেতনতা বাড়ানোই ডেঙ্গু নিয়ন্ত্রণের কার্যকর উপায়।’

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

অন্যদিকে, কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, শুধু জেল-জরিমানা বা সচেতনতা কর্মসূচি দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। তিনি বলেন, ‘সঠিকভাবে জরিপ পরিচালনা এবং দক্ষ জনবল দিয়ে মশানিধন কার্যক্রম পরিচালনা জরুরি।’